সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাবে ভারতের সমর্থন

পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিন ভূখন্ড এবং অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের বসতি কার্যক্রমের নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে ভারত। গত বৃহস্পতিবার ওই ভোট অনুষ্ঠিত হয় বলে জানায় এনডিটিভি। যে সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৮টি দেশ ভোট দান থেকে বিরত থেকেছে। তবে গাজা ঘিরে চলা ইসরায়েল-হামাস লড়াইয়ে ‘অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য ও টেকসই মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে সপ্তাহখানেক আগে তোলা জাতিসংঘের আরেকটি প্রস্তাবে ভোট দান থেকে বিরত ছিল ভারত।

ওই প্রস্তাবে ভারতের ভোটদান থেকে বিরত থাকার কারণ ব্যাখ্যায় নামপ্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তারা পিটিআইকে বলেন, ভারত গাজার মানবিক সংকট নিয়ে উদ্বিগ্ন, কিন্তু এটাও বিশ্বাস করে যে সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ক্ষোভ প্রকাশ করা যাবে না।

সর্বশেষ খবর