শিরোনাম
সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত

-দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা জারি করবে- এমনটাই আশাপ্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর। তিনি মন্তব্য করেন, ‘আইসিসির আইনি এখতিয়ারের অধীন চারটি বিষয়ের মধ্যে তিনটি : যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো লঙ্ঘনগুলো তদন্ত করতে হবে। আমরা (আইসিসির) প্রসিকিউটরদের কাছে দ্রুততার সঙ্গে এসব তদন্তকাজ সম্পন্ন করার আহ্বান জানাই।’

দক্ষিণ আফ্রিকার একটি বহুল প্রচারিত দৈনিক সানডে টাইমসে লেখা এক নিবন্ধে আইসিসির কাছে তার এমন প্রত্যাশার কথা জানান। পান্ডোর বলেন, ‘আইসিসির আইনি এখতিয়ারের অধীন চারটি বিষয়ের মধ্যে তিনটি : যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো লঙ্ঘনগুলো তদন্ত করতে হবে। আমরা (আইসিসির) প্রসিকিউটরদের কাছে দ্রুততার সঙ্গে এসব তদন্তকাজ সম্পন্ন করার আহ্বান জানাই।’ আমরা আশা করি, আইসিসির বিধান অনুযায়ী, সবচেয়ে বেশি দায়ী হিসেবে (এসব অপরাধ সংগঠনে) সার্বিক নেতৃত্ব ও দায়ভার যাদের- তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। নেতানিয়াহুসহ তার মন্ত্রিসভার কিছু সদস্যদের বিরুদ্ধেও এটা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

 

সর্বশেষ খবর