সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মিয়ানমারে যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

মিয়ানমার সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির থাইল্যান্ড সীমান্তবর্তী কায়াহ প্রদেশের বিচ্ছিন্নতাবাদী দল কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)। শনিবার সেখানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় খবর উভয় পক্ষ থেকেই জানানো হয়েছে। কায়াহ প্রদেশে দীর্ঘদিন ধরে কেএনডিএফের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর লড়াই চলছে। এ ধরনের তিনটি গোষ্ঠী মিলিয়ে তৈরি ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’। এদের সামলাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দেশটির জান্তা সরকারকে। এরমধ্যেই সেনাবাহিনীর এক ফাইটার জেটকে ভূপাতিত করার খবর এলো। জানা গেছে, থাইল্যান্ড সীমান্তের কাছে পূর্ব মিয়ানমারের  কায়াহ প্রদেশে ওই বিমানটি আছড়ে পড়েছে। গুলি করে বিমানটিকে নামানো হয়েছে বলে দাবি বিচ্ছিন্নতাবাদী দলটির। জান্তার মুখপাত্র জ মিন টুন অবশ্য জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যাতেই ঘটেছে দুর্ঘটনা। বিমান চালককেও উদ্ধার করা হয়েছে। তিনি প্রাণে বেঁচে গেছেন। জানা গেছে, গত ২৭ অক্টোবর থেকে বিচ্ছিন্নতাবাদী দলগুলো শুরু করেছে ‘অপারেশন ১০২৭’। গত ২ সপ্তাহে অন্তত সাতটি টাউন তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’। তাদের লাগাতার অভিযানের দিকে লক্ষ্য রেখে বিশেষজ্ঞদের অনুমান, জুন্টা ক্রমশই তাদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। এদিকে এই সংঘর্ষের জেরে অন্তত ৯০ হাজার মানুষ ঘর ছেড়েছেন।

সর্বশেষ খবর