বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল শ্রীলঙ্কা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীলঙ্কা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৩২৬ কিমি দক্ষিণ-পূর্বে ভূমিকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু বাড়িতে দেখা দিয়েছে ফাটল।

দেশটির ভূকম্পন বিভাগ-এনসিএস জানিয়েছে, গতকাল ভারতীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। দক্ষিণ শ্রীলঙ্কার বেশকিছু অংশের পাশাপাশি রাজধানী কলম্বোতেও অনুভূত হয়েছে কম্পন। এ ছাড়া ভূমিকম্পের প্রভাবে ভারতের অযোধ্যা, বিহারসহ উত্তর ভারতের বড় অংশ মাটিতে অনুভূত হয়েছিল কম্পন। অন্যদিকে সোমবার সন্ধ্যায় তাজিকিস্তানে একটি ৪.৯ মাত্রা ভূমিকম্প হয়েছিল। সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, সোমবার বিকাল ৫টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয়েছিল। মাটি থেকে ১৯৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

সর্বশেষ খবর