বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দূষণ থেকে বাঁচতে জয়পুরে সোনিয়া

দূষণ থেকে বাঁচতে জয়পুরে সোনিয়া

দূষণের চরম অবস্থা দেখছে ভারতের রাজধানী দিল্লি। এতে শ্বাসকষ্টে পড়েছেন অনেক মানুষ। তাদের একজন দেশটির কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। যদিও তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। মাস দু-এক আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দিল্লির, তাতে সোনিয়াকে অন্যত্র যেখানে বাতাস তুলনামূলক শুদ্ধ, সেখানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাতেই আপাতত দিল্লি ছেড়ে রাজস্থানের রাজধানী জয়পুরে চলে গেছেন। দীপাবলির পর দিল্লি ও এর পাশের এলাকার দূষণ মাত্রাছাড়া হয়ে যায়। সোনিয়ার চিকিৎসকরা এ অবস্থায় তাকে দিল্লি ছেড়ে জয়পুরে চলে যাওয়ার পরামর্শ দেন। সোনিয়া শ্বাসকষ্টের রোগী। এ রোগে এর আগে তিনি কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দূষণ তার শারীরিক কষ্ট আরও বাড়িয়ে দেয়। সোনিয়া এমন সময়ে জয়পুরে গেলেন, যখন ওই রাজ্যের বিধানসভা ভোটের রমরমা অবস্থা। ২৩ নভেম্বর রাজস্থানে ভোট। কংগ্রেস এ রাজ্যে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেমেছে। তাদের প্রবল প্রতিপক্ষ বিজেপি। শারীরিক কারণে সোনিয়া প্রচার করছেন না। তবে ভোট আবহে তার উপস্থিতি দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে।

রবিবার সন্ধ্যা-রাতে দিপাবলির আতশবাজির ফলে সোমবার বাতাস মান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দূষণের পরিমাণ ৪৫০ ছাড়িয়ে যায়। গতকাল অবস্থা একই রকম ছিল।

সর্বশেষ খবর