বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মিয়ানমারে জান্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ

রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের লক্ষ্যে জান্তা সরকারের সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সংগঠনটি গতকাল দাবি করেছে, অন্তত ২৮ পুলিশ সদস্য তাদের কাছে আত্মসমর্পণ করেছেন। আর ১০ সেনাকে আটক করা হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তথ্য যাচাই করতে পারেনি। আরাকান আর্মিসহ তিনটি বিদ্রোহী গোষ্ঠী অক্টোবরের শেষ দিকে জান্তা সরকারের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে। রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়েতে কারফিউ জারি করা হয়েছে। বিদ্রোহীরা কিছু শহর  ও সামরিক ফাঁড়ি দখল করে নিয়েছে। এর মধ্যে চীন সীমান্তে অবস্থিত কিছু ফাঁড়িও আছে। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে দায়িত্ব নেওয়ার পর এটিই জান্তা সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠেছে।

সর্বশেষ খবর