শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দ্রুতগতির ইন্টারনেট চীনে

সেকেন্ডে ১৫০ সিনেমা ডাউনলোড

দ্রুতগতির ইন্টারনেট চীনে

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট চালু হলো চীনে। অবিশ্বাস্য দ্রুতির এ ইন্টারনেটের মাধ্যমে প্রতি সেকেন্ডে ১.২ টেরাবিট ডেটা স্থানান্তর করা যায়। এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বর্তমানে বেশির ভাগ প্রধান ইন্টারনেট রুটের চেয়ে এ দ্রুতি ১০ গুণেরও বেশি। চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়, চায়না মোবাইল, হুয়াওয়ে টেকনোলজিস ও সার্নেট করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এ ইন্টারনেট।

৩০০০ কিলোমিটার দৈর্ঘ্যরে অপটিক্যাল ফাইবার অবকাঠামোর তৈরি এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে বেইজিং, উহান ও গুয়াংজোর মতো শহর। জুলাই থেকেই কাজ শুরু হয়েছিল নেটওয়ার্কটির। তবে সোমবার আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয়েছে। এখন পর্যন্ত এটি নির্ভরশীল ও ধারাবাহিকভাবে কাজ করছে বলে প্রতিবেদনে জানানো হয়। হুয়াওয়ে টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট ওয়াং লির বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানায়, এ ইন্টারনেট কানেকশন ব্যবহার করে এক সেকেন্ডে ১৫০টি হাই-ডেফিনেশন সিনেমার সমান ডেটা স্থানান্তর করা যাবে।

বিশ্বের ইন্টারনেট ব্যবস্থার সবচেয়ে বড় নেটওয়ার্কগুলো দিয়ে সাধারণত সেকেন্ডে ১০০ গিগাবাইট ডেটা স্থানান্তর করা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের ইন্টারনেট২ চালু করেছে, যার গতি সেকেন্ডে ৪০০ গিগাবাইট।

সর্বশেষ খবর