শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শতাব্দীর সেরা পাখি ‘পুটেকেটেকে’

শতাব্দীর সেরা পাখি ‘পুটেকেটেকে’

পুটেকেটেকে, চোখা ঠোঁটের হাঁস প্রজাতির এই পাখিটি নিউজিল্যান্ডবাসীর কাছে খুবই প্রিয়। অস্ট্রেলিয়ায় এটির নাম ক্রেস্টেড গ্রেবে। মাথায় কালো ঝুঁটি এবং গলার দিকে উজ্জ্বল বাদামি-কালো কেশরের চমৎকার এই পাখিটি নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা পাখি নির্বাচিত হয়েছে। প্রতিবছর ভোটের মাধ্যমে সেরা পাখি নির্বাচন করে নিউজিল্যান্ড। সে খবর খুব কম মানুষই জানতে পারেন। কিন্তু এবার পুটিকিটিকির জয়ের কথা জেনেছে কমপক্ষে ১৯৫টি দেশের মানুষ। কারণ, ১৯৫টি দেশের সাড়ে তিন লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন এই নির্বাচনে। সাড়ে তিন লাখেরও বেশি ভেরিফায়েড ভোটের এ নির্বাচনে বিজয়ীর মুকুট উঠেছে অদ্ভুত স্বভাবের পাখি পুটিকিটিকির মাথায়। খবর ডয়েচে ভেলের

বুধবার প্রাণী সংরক্ষণ বিষয়ক অলাভজনক সংস্থা ফরেস্ট অ্যান্ড বার্ডস পুটেকেটেকে পাখিকে শতাব্দীর সেরা পাখি হিসেবে ঘোষণা করে। পাখিটিকে নির্বাচনে জয়ী করতে জোর প্রচারণা চালান ব্রিটিশ-আমেরিকান কমেডি তারকা জন অলিভার। এই পাখির পক্ষে প্রচারণায় অলিভার বলেছিলেন, ‘দুনিয়ার যেকোনো পাখির চেয়ে পুটেকেটেকে বার্ড অব দ্য সেঞ্চুরি হওয়ার যোগ্য, কী সুন্দর পাখি দেখুন, এরা কী সুন্দর করে গলা থেকে রঙিন রঙিন মাছ উগড়ে দিয়ে ছানাদের খাওয়ায়, দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে।’ ফরেস্ট অ্যান্ড বার্ডস জানায়, শতাব্দীর সেরা পাখির ভোটাভুটিতে মোট ৩ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। আর ২ লাখ ৯০ হাজারের মতো বিপুল ভোটে জয়ী হয় পাখিটি।

সর্বশেষ খবর