শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতে নির্বাচনি প্রচারণায় প্রাধান্য পাচ্ছে সামাজিক মাধ্যম

ভারতের মধ্যপ্রদেশের ২৩০টি আসনের সব কয়টিতেই আজ ভোট। ছত্তিশগড়ের ৯০টি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ হবে ৭০টি আসনে। এ দুই রাজ্যে ভোটের প্রচার শেষ হয়েছে বুধবার সন্ধ্যায়। কিন্তু রাশ টানা যায়নি ইন্টারনেটে। ভোটের ২৪ ঘণ্টা আগেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল প্রচার চালাচ্ছে বিজেপি ও কংগ্রেস। আর তাতে খরচও হচ্ছে বহু।

পোস্টার, ব্যানার, ফ্লেক্স, জনসভা, মিছিলের চৌহদ্দি পেরিয়ে দেড় দশক আগেই ডিজিটাল প্রচার জায়গা   করে নিয়েছিল ভোটযুদ্ধে। নরেন্দ্র মোদির সময় সেটাই ‘প্রধান’ হয়ে দাঁড়িয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) জনমত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে সব দলেরই। প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ফেসবুকে বিজ্ঞাপনী প্রচারে মধ্যপ্রদেশ ও তেলঙ্গানার জন্য এক সপ্তাহে ২৬ লাখ রুপি খরচ করেছে কংগ্রেস।

সর্বশেষ খবর