শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এশিয়ায় প্রায়ই ভূমিকম্প এবার কাঁপল ফিলিপাইন

নেপালে গত ৩ নভেম্বর শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেড় শতাধিক মানুষ নিহত এবং সাড়ে তিনশ’রও বেশি আহত হয়েছেন। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে বাইরে ঠান্ডার মধ্যে রাত কাটাচ্ছেন। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এরপর একে একে ভূমিকম্প আঘাত হানে তাজিকিস্তান ও আফগানিস্তান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানসহ ভারতে কখনো কাশ্মীরে, কখনো দিল্লিতে।

সর্বশেষ গতকাল আঘাত হেনেছে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। উৎপত্তিস্থল ছিল মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

সর্বশেষ খবর