রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গাজায় আগ্রাসনের তীব্র নিন্দা কাতারের

গাজা-ইসরায়েল চলমান সংঘাতে বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে চায় কাতার। এরই রেশ ধরে জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি শেখ আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি বলেন, কাতারের পক্ষ থেকে গাজায় মানবিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইসরায়েলি আগ্রাসন। জাতিসংঘের সাধারণ পরিষদের অনানুষ্ঠানিক এক বৈঠকে তিনি বলেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নৃশংস সহিসংতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে। আল জাজিরা এ খবর জানিয়েছে।  জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি এরই মধ্যে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আওতায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে ৩৫৮ টনেরও বেশি অনুদান বিমানে গাজা পাঠিয়েছে কাতার।

শুধু তাই না ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে অবরুদ্ধ গাজায় ফিল্ড হাসপাতাল, আশ্রয় কেন্দ্র, খাবার, বাসস্থানের সুবিধা দিয়ে আসছে কাতার। এদিকে গাজায় জরুরি মানবিক সহায়তা সরবরাহের পরিমাণ বাড়াতে চলমান প্রচেষ্টা নিয়ে এবং গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি দিতে ফোনালাপে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শেষ পাওয়া খবরে, দেড় মাসে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে ৫ হাজার নারী ও শিশু।

সর্বশেষ খবর