রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হামাসের নিন্দায় বাহরাইন

এবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিন্দা জানাল বাহরাইন। দেশটির যুবরাজ হামাসের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের এ নিন্দা জানাল। এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর বাহরাইন কখনোই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতার নিন্দা জানায়নি বরং ২০২০ সালে আরব দেশটি অবৈধ দখলদার ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। বাহরাইনের যুবরাজ প্রিন্স সালমান বিন হামাদ আলে খলিফা শুক্রবার মানামায় বাহরাইন নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে হামাসের নিন্দা জানাই। ৭ অক্টোবরের হামলা ছিল বর্বরোচিত।’ ফিলিস্তিনি যোদ্ধাদের ৭ অক্টোবরের অভিযানে সাড়ে ৩০০-এর বেশি ইসরায়েলি সেনাসহ অন্তত ১ হাজার ২০০ ইহুদিবাদী নিহত হয়। যারা ফিলিস্তিনিদের ভিটেমাটি দখল করে একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। রয়টার্স

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর