রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ। শুক্রবারের এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলীয় সাগরে। ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা গতকাল জানিয়েছেন, ভূমিধসে দুজন নিখোঁজ রয়েছে, কর্তৃপক্ষ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ কোতাবাতো প্রদেশের সান্তোস শহরের দুর্যোগ মোকাবিলা দফতরের প্রধান আগ্রিপিনো দিসেরা রয়টার্সকে জানান, সেখানে তিনজনের মৃত্যুর খবর হয়েছে। কংক্রিটের একটি দেয়াল ধসে এক ব্যক্তি ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। আরেক নারী নিহত হয়েছেন একটি শপিং মলে।

ভূমিকম্প কেন্দ্রের নিকটবর্তী সারাঙ্গানি প্রদেশে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। সেখানে একটি ভূমিধসে আরও দুজন নিখোঁজ হয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের খুঁজে বের করতে সন্ধান চালাচ্ছে বলে রযটার্সকে জানিয়েছেন উপকূলীয় গ্লান শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অ্যাঞ্জেল দুগাদুগা। দাভাও অক্সিডেন্টাল প্রদেশে পাথরের নিচে চাপা পড়ে ৭৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাভাও অঞ্চলের দমকল কর্মকর্তা ফ্রাঞ্জ ইরাগ স্থানীয় একটি রেডিওকে জানিয়েছেন। দুর্যোগ মোকাবিলা কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ ফের চালু করা হয়েছে এবং অধিকাংশ রাস্তাই চলাচলের উপযোগী আছে। ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো তেমন উল্লেখযোগ্য নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এই আগ্নেয় মেখলা অঞ্চলে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প সাধারণ ঘটনা। তাই দেশটিতে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প হয়।

সর্বশেষ খবর