সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সেনা ফিরিয়ে নিন

ভারতকে মালদ্বীপের প্রেসিডেন্ট

সেনা ফিরিয়ে নিন

মোহাম্মদ মুইজ্জু

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু শপথ নেওয়ার পরই তাঁর অফিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল তাঁর সরকার ভারতকে দেশ থেকে তাদের সামরিক উপস্থিতি প্রত্যাহার করতে। এ জন্য প্রেসিডেন্ট মুইজ্জু ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করেন এবং সেনা উপস্থিতি সরানোর অনুরোধ করেন। মুইজ্জুর নির্বাচনী প্রচারে ভারত ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ইন্ডিয়া আউট ক্যাম্পেইনও শুরু করেছিলেন। মুইজ্জু বলেছিলেন, তাঁর সরকার মালদ্বীপের সার্বভৌমত্বের সঙ্গে আপস করে কোনো দেশের কাছাকাছি যাবে না। গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মুইজ্জু। গত শুক্রবার তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। মুইজ্জু চীনঘেঁষা হিসেবে পরিচিত। তিনি নির্বাচনে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহকে পরাজিত করেন। সলিহ ভারতপন্থি হিসেবে পরিচিত।  সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘যখন আমাদের সুরক্ষার বিষয়টি আসে, তখন আমি একটা লাল দাগ কেটে দিতে চাই।

 অন্যান্য দেশের ক্ষেত্রেও যে লাল সীমানা থাকবে, সেটার সম্মান করবে মালদ্বীপ।’ বর্তমানে মালদ্বীপে ৭০ জনের মতো ভারতীয় সেনা আছে। তারা নজরদারি এয়ারক্রাফট এবং রাডারের সুরক্ষা প্রদান করে। সেই সঙ্গে মালদ্বীপের বিশেষ অর্থনৈতিক জোনে সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর