সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উৎসবে হামলার পরিকল্পনা ছিল না হামাসের

ইসরায়েলের প্রতিবেদন

ইসরায়েল এতদিন ধরে দাবি করে আসছিল ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভিতরে একটি সংগীত উৎসবে ইচ্ছাকৃত হামলা চালিয়ে হত্যাকান্ড চালায়। তবে ওই ঘটনার প্রায় দেড় মাস পর এক তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুষ্ঠানে হামলা করা সম্ভবত তাদের পূর্বপরিকল্পিত ছিল না। তারা ইসরায়েলে প্রবেশের পর উৎসব প্রাঙ্গণে শত শত মানুষের ভিড় লক্ষ্য করার পর তাৎক্ষণিকভাবে সেখানে হামলার সিদ্ধান্ত নেন। চলতি সপ্তাহে এ হামলা সংশ্লিষ্ট পুলিশের প্রাথমিক একটি প্রতিবেদন ইসরায়েলের চ্যানেল-১২ এর হাতে আসে। প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি যোদ্ধারা মূলত কাছাকাছি কিবুতজ রেইম এবং গাজা সীমান্তের নিকটবর্তী অন্য গ্রামগুলোতে আক্রমণের পরিকল্পনা করেছিল। তারা ড্রোন এবং প্যারাস্যুটের সাহায্যে ইসরায়েলে প্রবেশের সময় আকাশ থেকে ওই অনুষ্ঠান তাদের নজরে আসে। অনুষ্ঠানে ৪ হাজার ৪০০-এরও বেশি মানুষ উপস্থিত ছিল।

 ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের খবর অনুযায়ী, পুলিশের তদন্ত ও আটক হামাস সদস্যদের জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো বলছে অনুষ্ঠানটি ওই গোষ্ঠীর নিশানা ছিল না। পুলিশ নিহত হামাস সদস্যদের কাছ থেকে তাদের হামলার পরিকল্পনা সম্পর্কিত একাধিক ছক (মানচিত্র) খুঁজে পেয়েছে। কিন্তু সেগুলোর কোনোটিতেই অনুষ্ঠানস্থলের কথা পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, হামাস যখন উপস্থিত হয়েছিল এবং গণহত্যা শুরু করেছিল ততক্ষণে উৎসবে অংশগ্রহণকারীদের বেশির ভাগই চলে গিয়েছিল।

সর্বশেষ খবর