সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মিয়ানমারে লড়াইয়ে আটকা ২ শতাধিক থাই নাগরিক

মিয়ানমারের উত্তরাঞ্চলে জান্তা সেনাদের সঙ্গে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর লড়াই বাড়তে থাকার মধ্যে ২০০-এর বেশি থাই নাগরিক আটকা পড়েছে। তাদের চীন হয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে বলে গতকাল জানিয়েছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা নেওয়ার পর থেকেই জান্তা সরকার কঠিন সময় পার করছে। জান্তাবিরোধী বিভিন্ন বিদ্রোহী ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী মিয়ানমারের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের শত শত জান্তা ঘাঁটিতে অহরহ হামলা চালাচ্ছে। গত সপ্তাহের লড়াইয়ে চীন সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা মিয়ানমারের সেনাবাহিনীর হাতছাড়া হয়েছে। সামরিক জান্তাবিরোধী একটি বিদ্রোহী জোট উত্তরাঞ্চলের বেশকিছু অংশ দখল করে নিয়েছে। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২৬৬ থাইয়ের একটি গ্রুপ এবং আরও কিছু সংখ্যক ফিলিপাইন এবং সিঙ্গাপুরের নাগরিককে লাউকায়িং থেকে চীন-মিয়ানমার সীমান্তে নিয়ে যাচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ।

থাই কর্তৃপক্ষ এর আগে বলেছিল, মিয়ানমারে আটকা পড়া কিছু মানুষ মানব পাচারের শিকার এবং কেউ কেউ টেলিকম প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

সর্বশেষ খবর