শিরোনাম
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ওপেনএআই থেকে চাকরিচ্যুত অল্টম্যান মাইক্রোসফটে যোগ দিচ্ছেন

ওপেনএআই থেকে চাকরিচ্যুত অল্টম্যান মাইক্রোসফটে যোগ দিচ্ছেন

স্যাম অল্টম্যান

চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সিইও পদ থেকে গত ১৭ নভেম্বর সরানো হয় স্যাম অল্টম্যানকে। একই সঙ্গে চ্যাটজিপিটির সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানকে ওপেনএআই বোর্ড সভাপতি পদ থেকে অপসারিত করে। এ দুজনই যোগ দেবেন মাইক্রোসফটে। গতকাল এ ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা। অন্যদিকে নতুন সিইও হিসেবে এমেট শেয়েরকে নিয়োগ দিয়েছে ওপেনএআই। তিনি মার্কিন টিভি সম্প্রচারমাধ্যম টুইসের সাবেক প্রধান। ওপেনএআইয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির নতুন সিইওর নাম ঘোষণার পরপরই স্যাম ও গ্রেগের মাইক্রোসফটে যোগ দেওয়ার খবর জানা গেল। এর আগে গত সপ্তাহে অল্টম্যানকে ওপেনএআইয়ের সিইও পদ থেকে অপসারণ করার পরও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সত্য নাদেলা। উল্লেখ্য, ওপেনএআইয়ের অন্যতম বড় বিনিয়োগকারী হলো সত্য নাদেলার মাইক্রোসফট।

এই আবহে অল্টম্যানের অপসারণের পর নাদেলা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম এক্স-এ লিখেছিলেন, ‘আমাদের উদ্ভাবনী পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এবং নতুন পণ্য তৈরির রোডম্যাপ প্রদানের জন্য যা কিছু প্রয়োজন, তা আমরা ওপেনএআই থেকে পাব। এর জন্য ওপেনএআইয়ের সঙ্গে আমাদের একটি দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে।

 

সর্বশেষ খবর