শিরোনাম
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জেভিয়ার মিলেই। তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আর্জেন্টিনার প্রাক্তন অর্থমন্ত্রী সের্গিও মেসাকে ১২ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছেন। ৫৩ বছর বয়সী এ রাজনীতিক ডানপন্থি নেতা হিসেবেই পরিচিত। এ জয়ের মাধ্যমে আর্জেন্টিনার ঘরোয়া রাজনীতিতে পেরোনিস্ট পার্টির ৮৩ বছরের আধিপত্যের অবসান ঘটিয়েছেন জেভিয়ার মিলেই। গতকাল রান-অফ ভোটাভুটিতে তিন প্রত্যাশার চেয়েও বেশি ভোটে জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বর্তমান পেরোনপন্থি অর্থমন্ত্রী সের্হিও মাসা পরাজয় স্বীকার করে নিয়ে মিলেইকে অভিনন্দন জানিয়েছেন। তিন অঙ্কের মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান মন্দার কারণে আর্জেন্টিনার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোটাররা অর্থনীতিকে ঠিক করতে সম্পূর্ণ বিপরিত দৃষ্টিভঙ্গী নিয়ে হাজির হওয়া রাজনীতির মূল ধারার বাইরের প্রার্থী মিলেইকে বেছে নিয়েছেন।

সর্বশেষ খবর