মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বড় সামরিক সাফল্যের দাবি ইউক্রেনের

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার দখলে থাকা একটি বড় অংশ দখলে নিতে পেরেছে। সেই এলাকাটি প্রায় তিন থেকে আট কিলোমিটার। অভিযানে দনিপ্রো নদীর তীরে রুশ সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্য প্রায় পৌনে দুই বছর ধরে যুদ্ধ চলছে। কিন্তু এ সময়ে রাশিয়া একটা অংশ দখলে নিলেও তেমন সফলতা পায়নি। আর ইউক্রেন বিদেশি সহায়তায় কিছুটা প্রতিরোধ করতে পারলেও তেমন কোনো সফলতা পায়নি। তবে মাঝে মধ্যে পাল্টা আক্রমণের চেষ্টা করছে। যদিও দেশে-বিদেশে ইউক্রেনের ‘পাল্টা সামরিক অভিযান’ নিয়ে অনেক তর্কবিতর্ক চলছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও রাশিয়ার রাজধানী মস্কোয় সপ্তাহান্তে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে দুই পক্ষই বেশির ভাগ হামলা বানচাল করার দাবি করছে। মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন বলেন, রবিবার ভোরে শহরের উপকণ্ঠে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইউক্রেন জানিয়েছে, ১৫ থেকে ২০টি রুশ ড্রোন ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ খবর