বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইমরান খানের কারাবাস বেআইনি ঘোষণা হাই কোর্টের

ইমরান খানের কারাবাস বেআইনি ঘোষণা হাই কোর্টের

জেলজীবন থেকে মুক্তির পালা এলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। এমনটাই মনে করছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির সমর্থকরা। গতকাল ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, ইসলামাবাদ হাই কোর্টের একটি স্পেশাল বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর কারাবাসকে বেআইনি বলে উল্লেখ করেছেন।

রাষ্ট্রীয় তথ্য ফাঁস করার অভিযোগে ইমরান খান এই কারাদন্ড ভোগ করছেন। এদিন ইমরান খানের এই মামলায় জেলের মধ্যেই একটি স্পেশাল কোর্টের সেশন বসে। নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে জেলের মধ্যেই এজলাস বসে। ইমরান খানের আইনজীবী নইম পাঞ্জুথা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, ‘ইসলামাবাদ হাই কোর্ট ইমরান খানের কারাবাসের সাজাকে বেআইনি ঘোষণা করেছেন।’ দুর্নীতির মামলায় তিন বছরের কারাদন্ডে দন্ডিত ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। গত মাসে রাষ্ট্রীয় গোপনীয় নথি ফাঁসের মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়। এর পর থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে একটি বিশেষ আদালত কারাগারের ভিতরে মামলার শুনানি করছেন। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন তারবার্তা পাঠান ইসলামাবাদে। কিন্তু ইমরান খান ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর সেই তারবার্তা ফাঁস করেছেন বলে অভিযোগ তুলে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। এ মামলায় তাঁর সঙ্গে আসামি করা হয়েছিল সাবেক মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে। এদিকে সপ্তাহদুয়েক আগেই ইমরান খানের মৃত্যুদন্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল তাঁর অনুগামীরা। আবার অন্যদিকে, গত আগস্টে তোশাখানা মামলায় ইমরানের তিন বছরের জেলের সাজায় স্থগিতাদেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাই কোর্ট। তাঁর জামিনের আবেদনও মঞ্জুর করা হয়েছিল।

সর্বশেষ খবর