বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভারতে টানেল ধস

নয় দিন পর ভিডিওতে দেখা গেল আটকা পড়াদের অবস্থা

ভারতের উত্তরাখন্ডে একটি হাইওয়ে টানেল ধসে প্রায় ৪১ শ্রমিক ভিতরে আটকা পড়ার নবম দিনে প্রথমবারের মতো তাদের একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। সোমবার টানেলের ভিতরে ধসে পড়া আবর্জনা খুঁড়ে নতুন একটি পাইপ ভিতরে পাঠানো হয়, পরে ওই পাইপের মধ্য দিয়ে একটি মেডিকেল এন্ডোস্কোপিক ক্যামেরা পাঠিয়ে ভিডিওটি ধারণ করা হয়। এতে তাদের একটি সীমাবদ্ধ স্থানে দাঁড়িয়ে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে দেখা যায়।

১২ নভেম্বর ৪.৫ কিলোমিটার দীর্ঘ টানেলে ওই ব্যক্তিরা আটকা পড়েন। কর্তৃপক্ষ জানিয়েছে, টানেলের মধ্যে আলো, অক্সিজেন, খাবার, পানি ও ওষুধের ব্যবস্থা করা গেছে। তারা সবাই নিরাপদে আছেন। ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার সন্ধ্যায় উদ্ধার প্রচেষ্টায় নিয়োজিতরা ছয় ইঞ্চি ব্যাসের একটি পাইপ আবর্জনার মধ্য দিয়ে ভিতরে পাঠাতে সক্ষম হন। তখন কর্মকর্তারা নমনীয় একটি ক্যাবলের সঙ্গে সংযুক্ত ছোট একটি ক্যামেরা ভিতরে পাঠান।

সর্বশেষ খবর