শিরোনাম
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইতালিতে ২০০ মাফিয়ার ২২০০ বছর কারাদন্ড

কয়েক দশকের মধ্যে ইতালির অন্যতম বৃহত্তম মাফিয়া ট্রায়ালে দুই শতাধিক ব্যক্তিকে সব মিলিয়ে ২ হাজার ২০০ বছরেরও বেশি কারাদ  দেওয়া হয়েছে। দীর্ঘ তিন বছর ধরে চলা এ বিচারকার্যে চাঁদাবাজি থেকে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম ইতালির আইনজীবী ও সাবেক সিনেটর জিয়ানকার্লো পিত্তেলি। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির দল ফোরজা ইতালিয়ার সিনেটর ছিলেন। মাফিয়া-ধর্মী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য তাকে ১১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, মাদক পাচার, ঋণ জালিয়াতি, দাফতরিক অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল।

সর্বশেষ খবর