বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া

আগামী কয়েক দিনের মধ্যে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। এ শঙ্কা জাপানের। জাপান ও দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়া এবার নিয়ে তৃতীয়বারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালাতে পারে, যা জাতিসংঘ নিষেধাজ্ঞার লঙ্ঘন। জাপানের কোস্টগার্ড মঙ্গলবার জানায়, উত্তর কোরিয়া পীত সাগর ও পূর্ব চীন সাগর বরাবর এ স্যাটেলাইট উৎক্ষেপণের নোটিস দিয়েছে। এর পরই দক্ষিণ কোরিয়ার স্টেট মেরিটাইম নিরাপত্তা সংস্থা সাগর অঞ্চলের যেসব জায়গা থেকে আগে স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে, সেসব জায়গার নৌযানগুলোকে সতর্ক থাকতে বলে দিয়েছে। উত্তর কোরিয়া এর আগে দুই দফা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে।

সর্বশেষ খবর