বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভারতে টানেল ধস

আটকে পড়াদের ১২ মিটার দূরে উদ্ধারকারীরা

আটকে পড়াদের ১২ মিটার দূরে উদ্ধারকারীরা

ইতোমধ্যে সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয়েছে আপেল, কমলালেবুসহ বিভিন্ন ধরনের ফল, প্রতিটি প্রায় ৫-১০ কেজি করে। এ ছাড়া পাঠানো হয়েছে পাঁচ ডজন কলা। পাঠানো হয়েছে অতিরিক্ত ওষুধ। এখন প্রস্তুতি চলছে ওই পাইপ দিয়ে রান্না করা খিচুড়ি, রুটি-সবজি পাঠানোর। এর মধ্যে গতকাল রাতে ভারতীয় গণমাধ্যম জানায়, আর মাত্র ১২ মিটার! তারপরই মিলবে আটকে পড়াদের দেখা। রাতেই (বুধবার) হয়তো তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হবে।

উত্তরাখণ্ড পর্যটন দফতরের কর্মকর্তা ভাস্কর খুলবে জানিয়েছেন, বাকি ১৮ মিটারের মধ্যে ৬ মিটার খোঁড়া হয়ে গেছে। আর বাকি রয়েছে ১২ মিটার। ১১ দিন ধরে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। ঘুরেফিরে একটাই প্রশ্ন উঠছিল, কবে অন্ধকার সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হবে তাদের। অবশেষে গতকাল মিলল উত্তর। উত্তরাখণ্ডের সড়ক ও পরিবহন বিভাগের উচ্চপদস্থ আধিকারিক মেহমুদ আহমেদ জানিয়েছিলেন, ‘মঙ্গলবার রাত পৌনে ১টা নাগাদ সুড়ঙ্গের মুখে আটকে থাকা পাথর খুঁড়তে শুরু করে খননযন্ত্র ‘অউগার’। আমরা অনুমান করছি, শ্রমিকরা ধ্বংসস্তূপের ৫৭ মিটার গভীরে আটকে রয়েছেন। যার মধ্যে ৪৫ মিটার খোঁড়া হয়ে গেছে ইতোমধ্যে। আর বাকি ১২ মিটার। সব ঠিক থাকলে ২৪ ঘণ্টার মধ্যেই বড় খবর পাওয়া যেতে পারে।’

সর্বশেষ খবর