বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুই মাস বন্ধের পর কানাডীয়দের জন্য ই-ভিসা চালু ভারতের

দুই মাস বন্ধের পর কানাডীয়দের জন্য ই-ভিসা চালু ভারতের

প্রায় দুই মাস বন্ধ থাকার পর ফের কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে ভারত। গত ২১ সেপ্টেম্বর থেকে এই ভিসাসেবা বন্ধ ছিল। কানাডায় শিখ নেতা নিজ্জরের নিহত হওয়ার ঘটনা ও খালিস্তানি ইস্যু নিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের জেরেই অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয় মূলত মাস দুয়েক আগে পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনেন, দেশটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদনও জানায় কানাডা। যদিও প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত থেকে ৪০ কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা।

সর্বশেষ খবর