শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিল গেটসের পরামর্শ

বিল গেটসের পরামর্শ

আপাতত বিশ্ব করোনা থেকে সুস্থ হয়ে উঠছে। অফিস খোলার সঙ্গে সঙ্গে আবারও বিতর্ক শুরু হয়েছে সপ্তাহের কার্যদিবস নিয়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার বিষয়ে একটি বড় বিতর্ক শুরু করেছেন। এবার বিল গেটসও এই বিতর্কে শামিল হলেন। তিনি পরামর্শ দিয়েছেন, সপ্তাহে তিন দিন কাজ করার। তার কথা সপ্তাহের বাকি দিনগুলোর কাজ করবে এআই। তিনি বলেন, মেশিনে কাজের চাপ বেশি থাকলে সপ্তাহে তিন দিন কাজ করাটাই মানুষের জন্য সঠিক হবে। তার মন্তব্য, আমরা সপ্তাহে তিন দিনের কাজের একটি ভবিষ্যৎ কল্পনা করতে পারি। এমন একটি বিশ্বে যেখানে মেশিন রান্না করা থেকে শুরু করে অন্যান্য কাজ সবই করতে পারে, আমরা আমাদের বেশির ভাগ কাজ মেশিনের ওপর চাপিয়ে দিয়ে কাজের চাপ কমাতে পারি। ৬৮ বছর বয়সী মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা তার পডকাস্ট ‘হোয়াট নাউ’-এ দক্ষিণ আফ্রিকার কৌতুক অভিনেতা এবং লেখক ট্রেভর নোহের সঙ্গে কথা বলার সময় এই পরামর্শগুলো শেয়ার করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর