শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চীনে রহস্যময় নিউমোনিয়া

কভিড-১৯-এর ক্ষতি সামলে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্বের বহু দেশ। অর্থনীতির শোচনীয় অবস্থা। এ সময়েও স্বাস্থ্যক্ষেত্রে আরও একটি সম্ভাব্য জরুরি অবস্থার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবারও অকুস্থল সেই চীন। দেশটির অনেক অঞ্চলে এক ধরনের রহস্যময় নিউমোনিয়া দেখা দিয়েছে। ভয়ংকর শ্বাসকষ্ট নিয়ে আক্রান্ত হচ্ছে বেশির ভাগ শিশু। ইতোমধ্যেই এ নিউমোনিয়ায় আক্রান্তের জেরে চীনের হাসপাতালগুলোতে উপচে পড়ছে রোগী। রোগটির প্রবণতা এখন সবেচেয়ে বেশি রাজধানী বেইজিং ও লিয়াওনিং প্রদেশ। হাসপাতালে একের পর এক শিশু ভর্তি হচ্ছে নিউমোনিয়া নিয়ে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ শিক্ষার্থী ও শিকক্ষ উভয়েই আক্রান্ত। তথ্য চেয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা : চীনের বেশির ভাগ হাসপাতালে দেখা যাচ্ছে, অক্টোবরের শুরু থেকে এ নিউমোনিয়া আক্রান্ত বাড়তে শুরু করে। ক্রমেই তা ভয়াবহ আকার নিচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর