শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছুরি হামলার জেরে ডাবলিনে দাঙ্গা

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ছুরি হামলায় তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার পর নগরীর কেন্দ্রস্থলে দাঙ্গা হয়েছে। এ দাঙ্গার জন্য চরম ডানপন্থিদের দায়ী করেছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ছুরি হামলার স্থলে হাজির হওয়া অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়ানো বিক্ষোভকারীরা পুলিশের গাড়িসহ বেশকিছু যানবাহনে আগুন ধরিয়ে দেয়।  বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ডাবলিনের পার্নেল স্কোয়ারে একটি স্কুলের সামনে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এ হামলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু ও ত্রিশোর্ধ্ব এক নারী গুরুতর আহত হন। আর ছয় বছর বয়সী এক মেয়ে ও পাঁচ বছর বয়সী এক বালক জখম হয়। আয়ারল্যান্ডের আইনমন্ত্রী বলেন, ‘লোকজন বিভাজন তৈরির জন্য ভয়াবহ এ আক্রমণকে ব্যবহার করছে। এগুলো অভিবাসন নিয়ে নয়, যেসব শিশুরা হাসপাতালে আছে তাদের নিয়েও নয়।’ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সন্দেহভাজন আক্রমণকারী আয়ারল্যান্ডের একজন নাগরিক এবং তিনি ২০ বছর ধরে দেশটিতে বসবাস করছেন। গতকাল সন্ধ্যায় ডাবলিনের পরিস্থিতি শান্ত হয়।

সর্বশেষ খবর