শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আট ভারতীয়র মৃত্যুদন্ড বাতিলের আবেদন বিবেচনা করছে কাতার

আট ভারতীয়র মৃত্যুদন্ড বাতিলের আবেদন বিবেচনা করছে কাতার

কাতারের একটি আদালত আটজন ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মীকে মৃত্যুদন্ড দেয়। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। ভারত এই রায়ের বিরুদ্ধে কাতারে আপিল করে। ভারতের ওই আবেদন খতিয়ে দেখে শুনানির তারিখ নির্ধারণ করার কথা জানিয়েছে কাতারের আদালত। রিপোর্ট অনুযায়ী, গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের গোয়েন্দা সংস্থা ২০২২ সালের আগস্টে ওই আটজনকে গ্রেফতার করেছিল। যদিও ভারত ওই ব্যক্তিদের নির্দোষ দাবি করে মুক্তির আবেদন করে। কিন্তু আদালত ওই আবেদনগুলো খারিজ করে দেন। এবং গত মাসে তাঁদের বিরুদ্ধে রায় ঘোষণা করে।

এবার জানা গেছে যে আটজন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের মৃত্যুদন্ডের বিরুদ্ধে ভারতের আবেদন গ্রহণ করেছে কাতার প্রশাসন। ওই আটজন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের কনস্যুলার অ্যাক্সেস মঞ্জুর করা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।

সর্বশেষ খবর