রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাড়ছে হামাসের জনপ্রিয়তা

বাড়ছে হামাসের জনপ্রিয়তা

ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালায়। ওই দিন হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ হারায় ১ হাজার ২০০ ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিক। এ ছাড়া আরও ২৪০ জনের বেশি ব্যক্তিকে ইসরায়েল থেকে বন্দি করে গাজায় নিয়ে আসেন হামাস। তাদের এ কর্মকান্ডে হতভম্ব হয়ে যায় ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে যুদ্ধ ঘোষণা করে ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল। এরপর ২৮ অক্টোবর শুরু করে স্থল অভিযান। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজায় ১৪ হাজার ৮ শতাধিক বেশি ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। যুদ্ধের এ পর্যায়ে চার দিনের বিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তির শর্তানুযায়ী, যুদ্ধবিরতির সময় গাজায় কোনো হামলা এবং কাউকে গ্রেফতার করবে না ইসরায়েলি বাহিনী। প্রতিদিন গাজায় ঢুকতে দেবে ২০০ ত্রাণবাহী ট্রাক। এর মধ্যে থাকবে চারটি গ্যাসের ট্রাক ও ১ লাখ ৩০ হাজার লিটার জ্বালানি তেল। চিকিৎসা সরঞ্জামাদিও থাকবে এর আওতায়। শুধু তাই নয়, ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। আর ইসরায়েল কারাগার থেকে মুক্তি দেবে ১৫০ ফিলিস্তিনিকে। আর এ বিষয়টিতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েল। কারণ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি মানেই হামাসের জনপ্রিয়তা আরও বেড়ে যাওয়া। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন, গাল্ফ স্টাডিজ সেন্টারের পরিচালক এবং কাতার বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক মধ্যপ্রাচ্যের রাজনীতির অধ্যাপক বিশ্লেষক মাহজুব জাভেইরি। তিনি বলেছেন, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির ঘটনায় হামাসের জনপ্রিয়তার বেড়েই চলেছে। আর এটি ইসরায়েলের জন্য সংকট ও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র সঙ্গে সাক্ষাৎকারে জাভেইরি আরও বলেন, যে মুহূর্তে ফিলিস্তিনিরা ইসরায়েলি কারাগার থেকে বেরিয়েছে, যারা তাদের মুক্তির জন্য আলোচনা করেছে তারা প্রকৃতপক্ষে (গাজায়) ‘ক্ষমতায়’র অধিকারী হয়ে গেছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের মুক্তির কারণেই হামাস বারবার ক্ষমতায় এসেছে। গাজায় বন্দি প্রাক্তন ইসরায়েলি সৈনিক গিলাদ শালিতের বিনিময়ে ১ হাজার ১০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। আর এ ১ হাজার ১০০ পরিবার বিশ্বাস করে- এর পেছনে প্রধান ভূমিকা পালন করেছে হামাস। তিনি উল্লেখ করেন, শুক্রবার যখন ফিলিস্তিনিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তখন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ‘হামাসের পক্ষে বিভিন্ন সেøাগান দিচ্ছিলেন’। মাহজুব জাভেইরি বলেন, এ বন্দি বিনিময়ের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) কোনো সুবিধা পাবে না। তিনি বলেন, আরও ইসরায়েলি জিম্মির বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়টি ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য মেনে নেওয়া কঠিন হবে। যাই হোক, তাদের কাছে আর কোনো বিকল্পও নেই। কারণ দিন শেষে টেবিলে এটিই একমাত্র কার্ড। আল জাজিরা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর