রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভারতের উত্তরাখণ্ডে টানেল ধস

আটকে পড়াদের উদ্ধারে নতুন পরিকল্পনা

আটকে পড়াদের উদ্ধারে নতুন পরিকল্পনা

ভারতের উত্তরাখন্ডে নির্মাণাধীন টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার অভিযান শেষ মুহূর্তে গিয়ে ধাক্কা খেয়েছে। ফলে এখন আটকে পড়াদের উদ্ধারে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল জানিয়েছে, শ্রমিকদের উদ্ধারে আমেরিকান অগার ড্রিলিং মেশিন দিয়ে ড্রিল করে টানেলের ধ্বংসস্তূপের ভিতর ৬০ মিটার লম্বা পাইপ বসানোর কাজ চলছিল। কিন্তু শুক্রবার রাতে ড্রিলিং মেশিনটি একটি লোহায় আঘাত হানে। এতে মেশিনটি ভেঙে যায়। এরপর সেখানে উদ্ধার অভিযানও বন্ধ হয়ে যায়। ফলে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ড্রিল মেশিন দিয়ে ড্রিল করার বদলে হাত দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে। এ ব্যাপারে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুসকার সিং ধামি আজ বলেছেন, আজ থেকে হাত দিয়ে উদ্ধার অভিযান শুরু হবে। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কাছ থেকে নিয়মিত এ ব্যাপারে আপডেট রাখছেন এবং তারা আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে অভিযান শেষ হবে। আমেরিকান যে ড্রিলিং মেশিনটি দিয়ে কাজ করা হচ্ছিল, সেটি ভেঙে গিয়ে ভিতরে আটকে গেছে। এখন এ ড্রিলিং মেশিনটি কেটে বের করতে হায়দ্রাবাদ থেকে আরেকটি বিশেষ মেশিন আনা হচ্ছে। উদ্ধারকারীরা জানিয়ে ছিলেন, তারা শ্রমিকদের কাছ থেকে আর মাত্র ১০-১২ মিটার দূরে রয়েছেন।

 তারা বলেছিলেন, শুক্রবার রাতের মধ্যে শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে। এনডিটিভি

সর্বশেষ খবর