সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভারতে টানেল পরিস্থিতি জটিল

উদ্ধারকাজে সেনাবাহিনী

ভারতের উত্তরকাশীর সিল্কিয়া টানেলে ৪১ শ্রমিক আটকে রয়েছেন টানা ১৫ দিন। তাদের উদ্ধারে সব চেয়ে আধুনিক মার্কিন ড্রিলিং মেশিন ব্যর্থ হয়েছে। আর সেই কারণে এবার উদ্ধারকাজে এবার তলব করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। সেনাবাহিনী এবার ম্যানুয়াল ড্রিলিং অর্থাৎ শাবল, গাঁইতি দিয়ে ড্রিলিংয়ের কাজ শুরু করেছে। শুক্রবার উদ্ধারকাজ চলাকালে মাটির নিচের লোহার কাঠামোর সঙ্গে লেগে ড্রিল মেশিন ভেঙে যায়। পরে সেই মেশিনের বেড তুলে ফেলা হয়। ৬০০ মিটারের মধ্যে ১০ মিটার বাকি থাকা অবস্থায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ ওইদিন আটকে যায়। এ নিয়ে সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, এ যন্ত্রটি পুরোপুরি ভেঙে গেছে। এ কারণে চারবার আমরা খননকাজে ব্যর্থ হয়েছি। এখন আর এ মেশিন দরকার নেই। ম্যানুয়ার ড্রিলিংয়ের একজন কর্মী জানিয়েছেন, উদ্ধার পথের মধ্যে দিয়ে সেনাবাহিনী ম্যানুয়াল ড্রিলিং চালাবে বলেও আশা করা হচ্ছে।

ভারতীয় সেনা বাহিনীর মাদরাস স্যাপারসের একটি ইউনিট কর্পস অব ইঞ্জিনিয়ার্সের একটি ইঞ্জিনিয়ার গ্রুপ এ উদ্ধারকাজের অংশগ্রহণ করছে। এ দিনই দলটি উত্তরকাশীতে পৌঁছে গেছে। সেনা পক্ষ থেকে বলে হয়েছে, শ্রমিকদের বের করে আনার কোনো টাইমলাইন তারা দেয়নি।

সর্বশেষ খবর