সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গুরুত্বপূর্ণ ক্রসিং হারাল মিয়ানমার জান্তা

মিয়ানমারের সেনাবাহিনীর কাছ থেকে চীন সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। স্থানীয় সংবাদমাধ্যম কোকাং নিউজ গতকাল জানিয়েছে, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএ) দাবি করেছে তারা গতকাল সকালে মিউজ জেলার মংকো এলাকায় কাইন সান কিয়াউত নামের একটি বাণিজ্যিক সীমান্ত ক্রসিং দখল করেছে। অক্টোবরে তিনটি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর একটি সশস্ত্র জোট সমন্বিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ করে। এরপর চীন সীমান্তের কাছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গোষ্ঠীগুলো একাধিক সামরিক অবস্থান এবং চীনের সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি শহর দখল করেছে। এর ফলে নগদ সংকটে থাকা জান্তার বাণিজ্য আরও ক্ষতির মুখে পড়েছে। সশস্ত্র জোটের তিন গোষ্ঠীর একটি হলো এমএনডিএএ। গোষ্ঠীটির সঙ্গে যুক্ত একটি স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, আরাকান আর্মি (এএ) এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)-কে নিয়ে শুক্রবার আক্রমণ শুরু করে সীমান্তের বাণিজ্য এলাকা দখল করেছে।

সর্বশেষ খবর