মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আয়ারল্যান্ডের ভয়ংকর ভবিষ্যতের কাল্পনিক গল্পেই বুকার জয়

আয়ারল্যান্ডের ভয়ংকর ভবিষ্যতের কাল্পনিক গল্পেই বুকার জয়

এবারের বুকার পুরস্কার জিতলেন আইরিশ লেখক পল লিঞ্চ। তিনি তাঁর বই প্রফেট সংয়ের জন্য এই পুরস্কার পেলেন। ৪৬ বছরের পল লিঞ্চের সঙ্গে আরও পাঁচজন মূল প্রতিযোগিতায় ছিলেন। লিঞ্চের এই বইতে উঠে এসেছে ডাবলিনের আগামী দিনে কী ঘটতে চলেছে সে কথা। এক মায়ের গল্প ধরা পড়েছে যিনি তাঁর চার সন্তানকে বাঁচাতে চাইছেন একনায়কতন্ত্র সরকারের হাত থেকে। মজার বিষয় হলো এই বইতে কোনো প্যারাগ্রাফ নেই। এটাই এই বইয়ের এবং লেখকের বিশেষত্ব। লিঞ্চের এটা পঞ্চম বই যেখানে কোনো প্যারাগ্রাফ নেই। এই বইয়ের বিষয়ে এদিন লেখক আরও বলেন, ‘আমি যখন বইটা লিখছি তখন আমার অন্দরের বিবেক সম্পন্ন দিক আমায় বারবার বলেছিল যে আমি এটা লিখে আমার কেরিয়ার নষ্ট করছি। তবুও ছাড়তে পারিনি এই বইটা লেখা। আমি জানতাম আমায় এটা যেভাবেই হোক লিখতে হবে।’ পুরস্কার হিসেবে ৫০ হাজার ইউরো পেয়েছেন।

সর্বশেষ খবর