মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি

যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন কলেজ শিক্ষার্থী এক বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বার্লিংটন শহরে ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কাছে একটি রাস্তায় তারা গুলিবিদ্ধ হন। এক ব্যক্তি পিস্তল দিয়ে তাদের গুলি করে পালিয়ে যায়। এক বিবৃতিতে বার্লিংটন পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক, তৃতীয়জন দেশটির বৈধ বাসিন্দা। তাদের সবার বয়স ২০ বছর। হামলার সময় তাদের মধ্যে দুজন কেফিয়াহ পরাছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি জাতিগত ঘৃণাজনিত অপরাধ বলে তদন্তকারীদের সন্দেহ। সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনপন্থি অলাভজনক সংস্থা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আরবিতে কথা বলতে বলতে যাচ্ছিলেন, তখনই হামলার ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর