শিরোনাম
মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভিসা ছাড়াই মালয়েশিয়া যেতে পারবেন চীনা ও ভারতীয়রা

চীন ও ভারতের নাগরিকদের জন্য বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। ১ ডিসেম্বর থেকে এ দুটি দেশের নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণে কোনো ভিসা লাগবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিনা ভিসায় মালয়েশিয়ায় ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন ভারত ও চীনের পর্যটকরা।

প্রধানমন্ত্রী ইব্রাহিম রবিবার রাতে তার পিপলস জাস্টিস পার্টির বার্ষিক কংগ্রেসে বক্তৃতার সময় এ ঘোষণা দেন। তবে ভিসা-মুক্তভাবে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ কতদিন পর্যন্ত দেওয়া হবে সে কথা বলেননি তিনি। তবে কতদিন পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে তা জানানো হয়নি। রবিবার পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে বক্তৃতার সময় এ ঘোষণা দেন আনোয়ার। সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯.১৬ মিলিয়ন পর্যটক এসেছে। এর মধ্যে চীন থেকে ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ এবং ভারত থেকে এসেছে ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন পর্যটক।

পর্যটন খাত থেকে আয় বাড়াতে কিছুদিন আগে মালয়েশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ডও ভিসাবিহীন ভ্রমণের অনুমতি দেওয়ার মতো পদক্ষেপ নেয়।

সর্বশেষ খবর