বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হামাসের আচরণে মুগ্ধ মুক্তিপ্রাপ্তরা

হামাসের আচরণে মুগ্ধ মুক্তিপ্রাপ্তরা

ইসরায়েলি চ্যানেল ১২ বলেছে, তারা হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দিদের কয়েকজন আত্মীয়ের সঙ্গে দেখা করেছে। তারা নিশ্চিত করেছে, বন্দি থাকার সময় হামাস সদস্যদের কাছ থেকে কোনো ধরনের নির্যাতন বা খারাপ আচরণের সম্মুখীন হয়নি। গাজা থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দিদের কোনো ধরনের নির্যাতন বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি। ইসরায়েলি মিডিয়াই এ তথ্য সামনে এনেছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। গাজায় হামাস-ইসরায়েল সংঘাতে চলছে বিরতি। বিরতির  চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি থাকা ২৪০ জনের মধ্যে সর্বশেষ  প্রাপ্ত তথ্যানুযায়ী মুক্তি পেয়েছেন ৫০ জন। এ জিম্মিদের উদ্ধার এবং হামাসকে নিশ্চিহ্ন করতে গাজাকে ইতোমধ্যে ধ্বংসের নগরীতে পরিণত করেছে ইসরায়েল। প্রায় ১৫ হাজার    ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যাদের বড় অংশই শিশু। ইসরায়েলি বাহিনীর কাছে হার মেনেছে  মানবতা, জয় হয়েছে হিংস্রতার। কিন্তু হামাস নিজেদের হাতে বন্দি ইসরায়েলিসহ অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ করেছে, অন্তত মুক্তিপ্রাপ্ত জিম্মিদের অভিজ্ঞতা তাই বলছে। আনাদোলু বলছে, ইসরায়েল এখনো মুক্তিপ্রাপ্ত বন্দিদের মিডিয়ার সঙ্গে কথা বলতে দিচ্ছে না। তবে গাজায় বন্দি থাকা ব্যক্তিদের কয়েকজন আত্মীয় তাদের নাম উল্লেখ না করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

সর্বশেষ খবর