বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন না বাইডেন

জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন না বাইডেন

দুবাইয়ে জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুবাইয়ে আগামীকাল শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিশ্লেষকরা আগামীতে বিশ্ব বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছে। যার সমাধানও কয়েকটি দেশের হাতে রয়েছে বলে বলা  হচ্ছে। এর প্রধান দেশ যুক্তরাষ্ট্র। অথচ সেই দেশের প্রেসিডেন্টই জলবায়ুর শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না। প্রায় ৭০ হাজার প্রতিনিধিসহ ১৯৮টি দেশের মন্ত্রী থেকে শীর্ষপদস্থ আমলারা উপস্থিত থাকবেন। তবে হোয়াইট হাউস প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে উপস্থিত না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। প্রসঙ্গত, আসন্ন সম্মেলনে বিশ্বের তাপমাত্রা কমাতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে। কীভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হতে চলেছে সম্মেলনে।

সর্বশেষ খবর