শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

মানুষ এখন শহরমুখী। শহরে বসবাসের ব্যয়ও বেশি। তবে সব শহরে এ ব্যয় সমান নয়। এ বছর বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় একসঙ্গে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও সবচেয়ে কম ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে দি ইকোনমিস্টের সহযোগী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। তালিকায় সবচেয়ে কম ব্যয়বহুল শহরগুলো হলো : সিরিয়ার রাজধানী দামেশক, ইরানের রাজধানী তেহরান, লিবিয়ার রাজধানী ত্রিপোলি, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, তিউনিসিয়ার রাজধানী তিউনিস, জাম্বিয়ার রাজধানী লুসাকা ও নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোস। সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সুইজারল্যান্ডের আরেক শহর জেনেভা ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। এ ছাড়া পঞ্চম স্থানে রয়েছে হংকং, ষষ্ঠ লস অ্যাঞ্জেলেস, সপ্তম প্যারিস, অষ্টম তেল আবিব, নবম কোপেনহেগেন আর দশম যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো।

বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শীর্ষ ১০ শহরের মধ্যে ভারতের দুটি ও পাকিস্তানের একটি শহর রয়েছে। তবে বাংলাদেশের কোনো শহর কম ব্যয়বহুল শহরের তালিকায় নেই। এ তালিকায় ভারতের শহরগুলো হলো আহমেদাবাদ ও চেন্নাই। আর আছে পাকিস্তানের করাচি।

সর্বশেষ খবর