রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্যাটেলাইট কার্যক্রমে হস্তক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল : উ. কোরিয়া

স্যাটেলাইট কার্যক্রমে যে কোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রকে এমন হুঁশিয়ারি দিয়ে দেশটি আরও বলেছে, স্যাটেলাইট ব্যবস্থায় হামলা হলে পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না পিয়ংইয়ং। গতকাল এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার স্যাটেলাইট ব্যবস্থায় বাধা দেয় তাহলে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট ধ্বংসের মাধ্যমে পাল্টা জবাব দেবে পিয়ংইয়ং। এদিকে উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর বৃহস্পতিবার দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

সর্বশেষ খবর