মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভূমিকম্পের পরই ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, মৃত ১১

কয়েক দিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার বহু এলাকা। তার পরেই রবিবার থেকেই জীবন্ত আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাউন্ট মেরাপিতে শুরু হয়েছে ভয়ানক অগ্ন্যুৎপাত। এই অগ্ন্যুৎপাতের কবলে পড়ে মৃত্যু হয়েছে ১১ পর্বতারোহীর। গতকাল পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা। উদ্ধারকারীদের তরফে আবদুল মালিক জানান, ‘শনিবার থেকে ৭৫ জন পর্বতারোহী মাউন্ট মেরাপিতে গিয়েছিলেন। তার মধ্যে ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে ৩ জনকে। তবে এখনো ১২ জনের খোঁজ মেলেনি। বাকি ৫৪ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আহত পর্বতারোহীদের অনেকেরই দেহের একাধিক অংশ পুড়ে গেছে। আপাতত তাঁদের চিকিৎসা চলছে বলেই জানা গেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়াকে রিং অব ফায়ারের মধ্যে অন্যতম প্রধান দেশ হিসেবে গণ্য করা হয়। একাধিক জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে সেদেশে। তার মধ্যে অন্যতম মাউন্ট মেরাপি।

 

সর্বশেষ খবর