মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অক্সফোর্ডের ২০২৩ সালের বর্ষসেরা শব্দ ‘রিজ’

২০২৩ সালে অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে নতুন শব্দ ‘রিজ’। ‘রিজ’ শব্দের মানে কী? রিজ শব্দের সহজ অর্থ পছন্দের ব্যক্তিকে রোমান্টিকভাবে আকর্ষণ করার ক্ষমতা। অর্থাৎ পটানোতে পটু। আর যিনি পটানোতে পটু তার ব্যক্তিত্বে অবশ্যই ‘রিজ’ আছে। ধারণা করা হয়, ইংরেজি ‘কারিশমা’-এর সংক্ষিপ্ত রূপই এই ‘রিজ’। মূলত অনলাইন দুনিয়াতেই এ শব্দটি বেশি ব্যবহার করা হয়। টিকটক-এ ‘রিজ’ হ্যাশট্যাগ-এর কয়েক বিলিয়ন ভিউ রয়েছে।

সম্ভাব্য প্রেমিকার সঙ্গে আলাপ চালিয়ে যেতে কি আপনি পাকা? অথবা আপনার দারুণ ‘ফ্লার্টিং’ দক্ষতা আছে? তাহলে হয়তো আপনার মধ্যে ‘রিজ’ আছে, হয়তো আপনি জানেনই না। আর এই শব্দটাই এ বছরের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দের খেতাব জিতেছে। এ বছর বর্ষসেরা শব্দের তালিকার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে মোট আটটি শব্দ। পাবলিক ভোটের পর চূড়ান্ত শব্দটি নির্বাচন করেছেন অক্সফোর্ডের অভিধানকারেরা। প্রতিযোগিতায় অন্য শব্দগুলোর মধ্যে ছিল সুইফটি, বিজ ফ্ল্যাগ, সিচুয়েশনশিপ ইত্যাদি। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রকাশক অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের দেওয়া রিজ-এর সংজ্ঞা অনুযায়ী, এটি মানুষের স্টাইল, চার্ম বা চটক এবং রোমান্টিক বা সেক্সুয়াল পার্টনার আকর্ষণের সক্ষমতাকে বোঝায়।

 

সর্বশেষ খবর