মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েলের তিনটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণাংশে আন্তর্জাতিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে, তারা ওই এলাকায় দুটি ইসরায়েলি জলযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর মার্কিন যুদ্ধজাহাজ কার্নি বিপৎসংকেতে সাড়া দিয়েছে এবং সহযোগিতা করেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, তাদের নৌবাহিনী সশস্ত্র ড্রোন ও নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নম্বর নাইন’ নামে দুটি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। সতর্কসংকেত দেওয়ার পর ইসরায়েলি জাহাজগুলো তা অগ্রাহ্য করায় সেগুলো লক্ষ্যস্থল করা হয় বলে হুতিদের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন। গণমাধ্যমে সম্প্রচারিত এক বিবৃতিতে হুতি মুখপাত্র বলেন, ইয়েমেনি জনগণের দাবিতে সাড়া দিয়ে হামলাগুলো চালানো হয়েছে। এটি মুসলিম জাতিগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান। যুক্তরাষ্ট্র জানিয়েছে, নেভি ডেস্ট্রয়ার ইউএসএস কার্নি বাহামাস-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ইউনিটি এক্সপ্লোরারকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকা থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে।

সর্বশেষ খবর