বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নাইজেরিয়ায় ভুল স্থানে ড্রোন হামলা, নিহত ৮৫

বিদ্রোহীদের লক্ষ্য করে নাইজেরিয়ার সেনাবাহিনীর চালানো একটি ড্রোন দুর্ঘটনাবশত একটি গ্রামে আঘাত হেনেছে। এতে অন্তত ৮৫ বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক মহিলা ও শিশু রয়েছে। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু গতকাল এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনী স্বীকার করেছে, রবিবার তুদুন বিরি গ্রামে তাদের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর তরফে বলা হয়েছে, সশস্ত্র বিদ্রোহী গ্রুপকে নিশানা করে এই ড্রোন ছাড়া হয়েছিল। কিন্তু সেটি সোজা গিয়ে গ্রামে আঘাত হানে। ওই সময় বাসিন্দারা একটি মুসলিম উৎসবে অংশ নিয়েছিলেন। সেখানেই আছড়ে পড়ে ড্রোনটি। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সামরিক বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সর্বশেষ খবর