বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মিগজাউমের প্রভাবে ভারতে নিহত ১২

কলকাতা প্রতিনিধি

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু, অন্ধপ্রদেশ। ইতোমধ্যে এই ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও পার্শ্ববর্তী এলাকায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত বেশ কয়েকজন। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টি গতকাল দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা বাপতলা এলাকায় আছড়ে পড়ে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। টানা তিন ঘণ্টা ধরে চলে এই তান্ডব। এর ফলে রাজ্যটির একাধিক জায়গায় ঝড়ো হাওয়া এবং টানা বৃষ্টি চলছে। ঝড়ের প্রভাবে রবিবার থেকে চেন্নাই শহরসহ আশপাশের এলাকাগুলোতে অবিরাম বৃষ্টি হয়। একাধিক জায়গায় গাছ, টেলিফোন ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পুডুচেরি রাজ্যেও।

সর্বশেষ খবর