বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
জাতিসংঘের ভাষ্য

ভয়ংকর ক্ষুধা সংকটের মুখে গাজা

ভয়ংকর ক্ষুধা সংকটের মুখে গাজা

ইসরায়েলের ভয়ংকর হামলার মুখে বাড়িতে রান্নার জো নেই। এ অবস্থায় দক্ষিণ গাজায় দাতব্য গোষ্ঠীর বিতরণ করা খাদ্যেই ভরসা -এএফপি

গাজা উপত্যকা ‘মানবেতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের’ দিকে যাচ্ছে বলে সতর্কতা উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফিলিস্তিনে ইসরায়েলের দখলকৃত এলাকায় নিযুক্ত বিশ্ব সংস্থাটির প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন মঙ্গলবার এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

এদিকে গতকাল বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) গাজায় বেসামরিক সাধারণ মানুষ বিপর্যয়ের মুখে পড়েছে। সংস্থাটি বলছে, সাত দিন যুদ্ধবিরতি ছিল। তখন গাজায় কিছু ত্রাণসামগ্রী ঢুকেছে। তা বিতরণ করার নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। কিছু মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এ বিষয়ে যতটা এগোনো জরুরি ছিল, তা হয়নি। আবার ইসরায়েলের হামলা শুরু হয়েছে। ফলে যারা বেঁচে আছে তারা চরম খাদ্য সমস্যায় পড়বে। তারা জানিয়েছে, ‘নতুন করে লড়াই শুরু হওয়ার ফলে ত্রাণ বিতরণ করা যাচ্ছে না। সে ক্ষেত্রে কর্মীদের জীবন বিপন্ন হতে পারে। সবচেয়ে বড় কথা, এর ফলে বেসামরিক সাধারণ মানুষ বিপর্যয়ের মুখে পড়েছে। গাজায় ২০ লাখ মানুষের বেঁচে থাকার সম্বল হলো এ ত্রাণের খাদ্যশস্য।’ ডব্লিউপিএফ বলেছে, ‘আমাদের কর্মীদের জন্য গাজা ভূখণ্ডে নিরাপদ, বাধাহীন ও দীর্ঘকালীন যাতায়াতের ব্যবস্থা চাই। তা হলেই তারা মানুষের কাছে জীবনদায়ী ত্রাণ পৌঁছে দিতে পারবে। একমাত্র দীর্ঘস্থায়ী শান্তি হলেই এ মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব। ডব্লিউপিএফ তাই দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি এবং সমস্যার একটি রাজনৈতিক সমাধান চায়।’

সর্বশেষ খবর