শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ভারতের পার্লামেন্টে দাবি অমিত শাহর

আর কয়েক মাস বাদেই ভারতে লোকসভা নির্বাচন। তার আগে দেশটির পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের।’ জানালেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৪ আসন সংরক্ষিত রেখেছি। আগে সবমিলে জম্মু ও কাশ্মীর বিধানসভায় ১০৭টি আসন ছিল। সেটা বেড়ে হচ্ছে ১১৪। পার্লামেন্টে তিনি আরও বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে দায়ী করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ জওহরলাল নেহেরুর জন্য পাক অধিকৃত কাশ্মীরের সমস্যা তৈরি হয়। নেহেরু মূলত দুটি ভুল করেছিলেন- একটি যুদ্ধবিরোধী ঘোষণা করা, দ্বিতীয়ত কাশ্মীর ইস্যুকে জাতিসংঘে উত্থাপন করা। নেহেরুজি বলেছিলেন, এটা তার ভুল। কিন্তু আমি বলব, এটি শুধু ভুল নয়, এত বড় জমি হারানো সাংঘাতিক একটা ভুল ছিল। নেহেরুজি যদি এ ভুল না করতেন তবে পাক অধিকৃত কাশ্মীরের অংশটি আজ ভারতের থাকত। এটা একটা ঐতিহাসিক ভুল।

সর্বশেষ খবর