বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইতিহাসে উষ্ণতম বছর ২০২৩

মানবজাতির ইতিহাসে চলতি বছর উষ্ণতার সব রেকর্ড ভেঙে ফেলেছে। কার্বন নির্গমনের রেকর্ডও ২০২৩ সালের ঝুলিতে যাচ্ছে। অন্য একটি রিপোর্টে বিপর্যয়ের শৃঙ্খল সম্পর্কে সতর্ক করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের সংগৃহীত তথ্যানুযায়ী ২০২৩ সাল এখন পর্যন্ত উষ্ণতম নথিভুক্ত বছর হিসেবে গণ্য হবে। চলতি বছর পর পর ছয় মাস সেই রেকর্ড ভাঙার পর ডিসেম্বরের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। উল্লেখ্য, ১৮৫০ থেকে তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। এর আগে ২০১৬ সাল উষ্ণতম বছর হিসেবে গণ্য হয়েছে। এমন বিস্ফোরক তথ্য প্রকাশিত হওয়ার ফলে দুবাইয়ে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে শীর্ষনেতাদের ওপর আরও চাপ বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে। মঙ্গলবারই সম্মেলনে ‘গ্লোবাল কার্বন বাজেট’-এর বার্ষিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

তাতে দেখা যাচ্ছে, জীবাশ্ম জ্বালানির কারণে কার্বন ডাইঅক্সাইড নির্গমন বেড়েই চলেছে। নির্গমনের মাত্রা ২০২৩ সালে ৩ হাজার ৬৮০ কোটি টন ছোঁবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে; যা ২০২২ সালের তুলনায় বৃদ্ধির মাত্রা দাঁড়াবে ১ দশমিক ১ শতাংশ এবং ২০১৯ সালের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ। রিপোর্টের অন্যতম প্রধান রচয়িতা টিম লেন্টন সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, মানবজাতি এর আগে কখনো এমন বড় মাত্রার হুমকির মুখে পড়েনি। তবে এখনো প্রায়শ্চিত্তের কিছু সুযোগ আছে বলে তিনি মনে করেন। ইলেকট্রিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, উদ্ভিদভিত্তিক খাদ্যের মতো প্রবণতা বিপদ কাটাতে সহায়তা করতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর