শিরোনাম
শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চা শ্রমিক মমতা!

কলকাতা প্রতিনিধি

চা শ্রমিক মমতা!

কখনো চা তৈরি করে, কখনো চপ ভেজে, আবার কখনো মোমো বানিয়ে জনসংযোগ বাড়াতে ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ টানতে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সেই জনসংযোগ বাড়াতে এবার ফের এক নতুন ভূমিকায় দেখা গেল মমতাকে। চায়ের বাগানে ঢুকে চা পাতা তুললেন, পাশাপাশি নেপালি নৃত্যের ছন্দে পা মেলালেন মমতা। ছয় দিনের সফরে বুধবার উত্তরবঙ্গ সফরে গেছেন মমতা। সেখানে দুই দিনের এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি কিছু সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।  এরই ফাঁকে গতকাল দার্জিলিং জেলার কাশিয়াং-এর মকাইবাড়ি চা বাগান পরিদর্শন করেন মমতা। এ সময় চা শ্রমিকদের সঙ্গে কথা বলে কীভাবে চা পাতা তুলতে হয় সেটা শিখে নেন তিনি। পর মুহূর্তেই পাহাড়ি পোশাক পরে পিঠে ঝুড়ি চাপিয়ে চা বাগানে প্রবেশ করে চা পাতা তোলেন। পাশাপাশি নেপালি নৃত্যের তালে তালে পা মেলান মমতা। স্থানীয় বাসিন্দাদের হাতে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ‘ঠান্ডা থেকে বাঁচতে হবে, ভালো করে কাজ করতে হবে।’ পরে চা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, আমি আজকে খুব খুশি, ‘এ যে পাহাড়ে চা শ্রমিকদের সঙ্গে মিশে তাদের সঙ্গে চা তুলতে যাওয়া।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর