শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা আটকে দিল রিপাবলিকানরা

ইউক্রেনের জন্য প্রস্তাবিত একটি সহায়তা প্যাকেজ আটকে দিয়েছে রিপাবলিকান সিনেটররা। তাদের বাধার মুখে ১১০ বিলিয়ন ডলারের ওই প্যাকেজটি পাস হতে পারেনি। এর মধ্যে ইউক্রেনে যাওয়ার কথা ছিল ৬১ বিলিয়ন ডলার। এ ছাড়া ইসরায়েলের জন্যও বিপুল পরিমাণ সহায়তা অন্তর্ভুক্ত ছিল এতে। বিবিসির খবরে জানানো হয়, বিলটি পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইউক্রেনের জন্য মার্কিন তহবিল খুব দ্রুত শেষ হয়ে আসছে। এক ইউক্রেনীয় কর্মকর্তা এ নিয়ে বলেন, মার্কিন সহায়তা না আসার অর্থ হচ্ছে আমরা রাশিয়ার কাছে হেরে যাচ্ছি। রিপাবলিকানরা শর্ত জুড়ে দিচ্ছেন যে, মার্কিন অভিবাসননীতিতে সংস্কার ছাড়া তারা ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তায় সম্মতি দেবেন না। এর আগে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইউক্রেনের জন্য সহায়তা নিশ্চিতে তিনি রিপাবলিকানদের অনেক শর্ত মেনে নেবেন। কিন্তু তাতে কাজ হলো না।

কারণ ইউক্রেনের হাতে সময় নেই। রিপাবলিকানরা পুতিনকে জয় উপহার দিতে চান বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেনকে অব্যাহতভাবে সহায়তা করে যাওয়া উচিত কি না সেই প্রশ্নে বিভক্ত রিপাবলিকান পার্টি। দলটির অনেকেই ইউক্রেনে সহায়তা পাঠানোর পক্ষে থাকলেও তারা এর আগে দেশের অভ্যন্তরীণ নানা সমস্যার সমাধান চান। এ কারণে তারাও এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই বিল পাস করার জন্য ৬০ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু শেষ পর্যন্ত এর পক্ষে ৪৯ ভোট পড়ে। রিপাবলিকান দলের কোনো সিনেটরই এর পক্ষে ভোট দেননি। এই ভোটের ফলে ইউক্রেনের জন্য ভবিষ্যৎ মার্কিন সহায়তা হুমকির মুখে পড়ল।

সর্বশেষ খবর